রাজশাহী
রাজশাহী মহাকালগড় থেকে রাজশাহী, শহরটি এখনও শান্তির একনজরে রাজশাহী ১৯৯০ সালে রাজশাহী সিটি করপরেশন নামকরন হয়। সিটির আয়তন ৯৭.১৭ বর্গ কিলোমিটার। জনসংখ্যা প্রায় ১০ লাখ। জেলায় প্রায় ৮০০ কটি টাকার আম কেনাবেচা হয়।
রাজশাহী শহরের নামকরনঃ
রাজশাহী শহরের নাম করন শহর রাজশাহীর আদি নাম ছিল মহাকালগড়। তখন দেও রাজারা জায়গাটি শাসন করত। ১২৮৮-৮৯ সালের দিকে হজরত শাহ মকদুম রূপসের সঙ্গে তাদের পতন ঘতে। টাড় পর থেকে বদলাতে থাকে মহাকাল গড়। নাম বদলে হয় বয়ালিয়া। ১৮২৫ সালে প্রশাসনিক কার্যালয় স্থাপনের পর হয় রাম্পুর-বয়ালিয়া।
১৯২৯ সালে রেল পথ স্থাপনের সময় বর্তমান রাজশাহী রেল স্টেশনর নাম দেওয়া হয় রাম্পুর- বয়ালিয়া স্তেশন। এর পরপরি আবার 'রাজসাহী' নামটি করা হয়। ১৯৪৭ সালের পর বর্তমান বানানে "রাজশাহী" লেখা হয়। রামপুর- বয়ালিয়ার বদলে শহরের নাম লেখা শুরু হয় "রাজশাহী" । রাজশাহী জেলার ইতিহাস ও ঐতিহ্য ব্রিটিশ রাজত্তের সয়য়ে ও রাজশাহী বয়ালিয়া নামে পরিচিত ছিল।
তখন এটি ছিল তৎকালীন পূর্ববঙ্গ ও আসাম অঞ্চলের অন্তর্গত রাজশহীর জেলার প্রশাসনিক কেন্দ্র।রাজশাহীকে সে সময়ে রেশম চাষের প্রধান কেন্দ্র হিসেবে নির্বাচন করা হয়েছিল।তখন রাজশাহীতে একটি সরকারি কলেজ ও রেশম শিল্পের জন্য একটি শিক্ষাপ্রতিস্থান স্থাপন করা হয় । রাজশাহী কিশের জন্য বিখ্যাত রাজশাহী তার আকর্ষণীয় রেশমি বস্ত্র,আম,লিচু এবং মিষ্টান্ন সামগ্রীর জন্য প্রসিদ্ধ। রেশমিবস্ত্রের কারনে রাজশাহীকে রেশম নগরী নামেও ডাকা হয়।রাজশাহী শহরে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষাপ্রতিস্থান রয়েছে,যাদের অনেক গুলর খ্যাতি দেশের গুণ্ডি ছারিয়ে বিদেশেও ছরিয়ে পরেছে। রাজশাহী শহরের মানচিত্র
রাজশাহী ঐতিহ্য
বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী মহানগরী। বাংলাদেশের সবচেয়ে সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন নগরী রাজশাহী। এটি সমস্ত উত্তরবঙ্গের সবচেয়ে বড় শহর। এবং সমগ্র বাংলাদেশের চতুর্থ বৃহত্তম ও জনবহুল শহর। রাজশাহী শহর পদ্মা নদীর তীরে অবস্থিত। একটি রাজশাহী বিভাগের বিভাগীয় শহর। বর্তমানে বাংলাদেশের অন্যতম সুন্দর শহরের পাশাপাশি সিল্কসিটি, গ্রীন সিটি, স্লিম সিটি, ও শিক্ষা নগরী রাজশাহী।
বাংলাদেশের শহর গুলোর মধ্যে সবচেয়ে কম বায়ু দূষণের শহর রাজশাহী। রাজশাহী শহরের নিকটে প্রাচীন বাংলার দেশ কয়টি রাজধানী শহর অবস্থিত। এদের মাঝে লখনৌতি বা লক্ষ্নাবতী, মহাস্থানগড় ইত্যাদি উল্লেখযোগ্য। রাজশাহী তার আকর্ষণীয় রেশমি বস্ত্র, আম, লিচু এবং মিষ্টান্ন সামগ্রীর জন্য প্রসিদ্ধ। রেশমি বস্ত্রের কারণে রাজশাহীকে রেশম নগরী নামেও ডাকা হয়। রাজশাহী শহরে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যাদের অনেক গুলোর খ্যাতি দেশের গণ্ডি ছড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে।
এদের মধ্যে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ও দেশ সেরা রাজশাহী কলেজ এ শহরে অবস্থিত। দেশের এবং দেশের বাইরের বিভিন্ন জায়গা থেকে রাজশাহীতে পড়াশোনার জন্য অনেক শিক্ষার্থী আসেন। রাজশাহী শহরে এবং এর আশেপাশে বেশ কিছু বিখ্যাত ও ঐতিহাসিক মসজিদ, মন্দির ও উপাসনালয় তথা ঐতিহাসিক স্থাপনা রয়েছে। রাজশাহী বাংলাদেশের শহরের মধ্যে সবচেয়ে পরিচ্ছন্ন এবং সবুজ।
রাজশাহী শহরের শিক্ষা প্রতিষ্ঠান
রাজশাহীর শিক্ষা নগরী নামে ও খ্যাত। দেশের বেশ কিছু নাম করার শিক্ষা প্রতিষ্ঠান এই শহরে অবস্থিত।
শিক্ষা প্রতিষ্ঠানসমূহ-
সরকারি বিশ্ববিদ্যালয়
রাজশাহী জেলাতে মোট তিনটি সরকারি বিশ্ববিদ্যালয় আছে সেগুলো হল-
রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়
বেসরকারি বিশ্ববিদ্যালয়
রাজশাহী জেলাতে মোট চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে। সেগুলো হল-
আহসানিয়া মিশন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়
নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
শাহ মখদুম ম্যানেজমেন্ট ইউনিভার্সিটি, রাজশাহী
স্বাস্থ্য বিষয় শিক্ষা প্রতিষ্ঠান(সরকারি)
রাজশাহী মেডিকেল কলেজ
রাজশাহী নার্সিং কলেজ
ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি, রাজশাহী
স্বাস্থ্য বিষয় শিক্ষা প্রতিষ্ঠান(বেসরকারি)
রাজশাহী জেলাতে বেসরকারিভাবে গড়ে ওঠা স্বাস্থ্য বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠান এর মধ্যে রয়েছে তিনটি মেডিকেল কলেজ, একটি ডেন্টাল কলেজ, পাঁচটি নার্সিং কলেজ, ১১ টি নার্সিং ইনস্টিটিউট, একটি ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজি এবং একটি কমিউনিটি প্যারা মেডিকেল ইনস্টিটিউট রয়েছে। এছাড়া রয়েছে কারিগারি শিক্ষা প্রতিষ্ঠান। সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান(সরকারি)। সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান(বেসরকারি) ইত্যাদি।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url