বিশ্বের সেরা 10 টি স্মার্টফোন
বিশ্বের সেরা 10 টি স্মার্টফোন
প্রতিবছর অসংখ্য স্মার্টফোন বাজারে আসলেও নির্দিষ্ট কিছু ফোন সেরা হিসেবে খ্যাতি পেয়ে যায়। বিশ্বের সেরা স্মার্টফোন সম্পর্কে জানবেন এই পোস্টে।
বিশ্বের সেরা স্মার্টফোন
ডিসপ্লে, পারফরম্যান্স, ক্যামেরা সকল দিক বিবেচনায় এই ফোনগুলো বাজারের অন্যান্য ফোন গ্লাসে এগিয়ে থেকে সেরার খেতাব অর্জন করে নিয়েছে। চলুন জেনে নেওয়া যাক বিশ্বের সেরা স্মার্টফোনগুলো সম্পর্কে। উল্লেখ্য যে এখানে আমরা কোন ফোনের দাম উল্লেখ করেনি। ভেরিয়েন্ট এর উপর ভিত্তি করে উল্লেখিত ফোন গুলোর দাম একেক রকম হয়ে থাকে। উল্লেখিত কোন সময়ের মধ্যে অধিকাংশের দাম ৭৯৯ ডলারের বেশি।বাংলাদেশের সকল মোবাইল ফোনের দাম তথ্য জেনে নিতে পারবেন bdstall.com এর ওয়েবসাইট থেকে।
সেরা ১০ টি স্মার্ট ফোন হল
ওয়ান প্লাস ১১\ One Plus 11
শাওমি ১৩ প্রো \ Xiaomi 13 Pro
স্যামসাং গ্যালাক্সি জি ফোল্ড ৫ \ Samsung galaxy Fold 5
অপো ফাইন্ড এক্স ৬ প্রো \ Oppo Find X6 Pro
সনি এক্সপেরিয়া ১ মার্ক ৫ \ Sony experia 1 V
আইফোন ১৫ প্লাস \Iphon 15 Plus
পিক্সেল ৭ প্রো \Pixel 7 Pro
স্যামসাং গ্যালাক্সি এস ২৩ আলট্রা \samsung galaxy S23 ultra
আইফোন ১৫ প্রো মাক্স \ iphone 15 pro max
ওয়ান প্লাস ১১\ One Plus 11
প্রতি বছর নিজেদের ফ্লাগশিপ সিরিজের স্মার্টফোনগুলো বাজারে এনে শীর্ষস্থান দখল করে নেয় ওয়ান প্লাস, ওয়ান প্লাস ১১ তার ব্যতিক্রম নয়। ট্রিপল ক্যামেরা সেটাপের উক্ত ফোনে শক্তিশালী চিপ, ফিউচার স্টিক ডিজাই্ ১২০ হার্জ রিফ্রেশ রেট ও ১০০ ওয়াট ফাস্ট চার্জিং হলো সাধারণত ফিউচার সময়ের মধ্যে কয়েকটি।
ওয়ান প্লাস তাদের কোম্পানির শুরুর দিকে ফ্ল্যাটশিপ কিলার নামে পরিচিত ছিল। যদিও কিছু কিছু ওয়ান প্লাস ফোনে গ্রীন স্কিন সমস্যা দেখা যাচ্ছে, তবে তারপরও ফোন গুলোর জনপ্রিয়তা বহাল রয়েছে। এমনকি ওয়ানপ্লাস ফোনে স্থান ভেদে স্কিনের জন্য বিশেষ ওয়ারেন্টি দেয়া হয়।
এক নজরে ওয়ান প্লাস ১১ এর স্পেসিফিকেশনঃ
ডিসপ্লেঃ ৬.৭ ইঞ্চি
প্রসেসরঃ স্ন্যাপ ড্রাগণ ৮ জেল ২
র্যাম(সর্বোচ্চ)ঃ ১৬ জিবি
স্টোরেজ(সর্বোচ্চ)ঃ ৫১২ জিবি
প্রাইমারি ক্যামেরাঃ ৫০ মেগাপিক্সেল ট্রিপল
সেলফি ক্যামেরাঃ ১৬ মেগাপিক্সেলের
ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প
চার্জিংঃ ১০০ ওয়াট
শাওমি ১৩ প্রো \ Xiaomi 13 Pro
সেরা ক্যামেরা ফোনের পাশাপাশি বিশ্বের সেরা স্মার্টফোন তালিকায় শীর্ষস্থানের যোগ্য দাবিদার হলো xiaomi 13 pro। এই তালিকার অন্যান্য ফোনের চেয়ে দামে কম হলেও কোন ফিচারের কমতি নেই এই ফোনটিতে। ১২০ হার্য রেট থেকে শুরু করে সাধারণত ৫০ মেগাপিক্সেল ত্রিপল ক্যামেরার এই ফোনটিতে অবস্থিত।
এক নজরে xiaomi 13 pro এর স্পেসিফিকেশনঃ
ডিসপ্লেঃ ৬.৭৩ইঞ্চি
প্রসেসরঃ স্ন্যাপ ড্রাগণ ৮ জেল ২
র্যাম(সর্বোচ্চ)ঃ ১২ জিবি
স্টোরেজ(সর্বোচ্চ)ঃ ৫১২ জিবি
প্রাইমারি ক্যামেরাঃ ৫০ মেগাপিক্সেল ট্রিপল
সেলফি ক্যামেরাঃ ৩২ মেগাপিক্সেলের
ব্যাটারিঃ ৪৮২০ মিলিএম্প
চার্জিংঃ ১২০ ওয়াট ওয়ারড, ৫০ ওয়াট ওয়ারলেস
স্যামসাং গ্যালাক্সি জি ফোল্ড ৫ \ Samsung galaxy Fold
ফ্লিপ ফোন হওয়ায় বেশ অসাধারণ সব সুবিধা অফার রয়েছে স্যামসাং গ্যালাক্সি জি ফ্লিপ ৫ যা একে বিশ্বের সেরা স্মার্টফোনের তালিকায় স্থান করে দিয়েছে। কয়েক বছর আগেও একটি কনসেপ্ট গণ্য করা হলেও বর্তমানে ফ্লিপ ফোন একটি কনজ্যুমার প্রোডাক্টে রূপান্তরিত হয়েছে। দাম কমার পাশাপাশি ফিচারের ভরপুর অসাধারণ দেখতে এই স্যামসাং গ্যালাক্সি জি ফ্লিপ৫।
এক নজরে samsung galaxy g5 এর স্পেসিফিকেশন
ডিসপ্লেঃ ৬.৭ ইঞ্চি
প্রসেসরঃ স্ন্যাপ ড্রাগণ ৮ জেল ২
র্যাম(সর্বোচ্চ)ঃ ৮ জিবি
স্টোরেজ(সর্বোচ্চ)ঃ ৫১২ জিবি
প্রাইমারি ক্যামেরাঃ ১২ মেগাপিক্সেল ডুয়াল
সেলফি ক্যামেরাঃ ১০ মেগাপিক্সেলের
ব্যাটারিঃ ৩৭০০ মিলিএম্প
চার্জিংঃ ২৫ ওয়াট
অপো ফাইন্ড এক্স ৬ প্রো \ Oppo Find X6 Pro
Find x সিরিজের মাধ্যমে প্রিমিয়াম ব্যান্ড হিসেবে সঠিকভাবে নিজেদের উপস্থাপনে সক্ষম হয়েছে oppo। ফ্লাগশিপ ব্রেড ক্যামেরার পাশাপাশি একটি ফোনকে সেরা হিসাবে চিহ্নিত করতে যে সকল ফিচারের প্রয়োজন তার কোনোটির অভাব নেই অপ্পো ফাইন্ড এক্স ৬ প্রো ফোনটিতে।
এক নজরে অপ্পো ফাইন্ড এক্স ৭ এর স্পেসিফিকেশনঃ
ডিসপ্লেঃ ৬.৮২ ইঞ্চি
প্রসেসরঃ স্ন্যাপ ড্রাগণ ৮ জেল ২
র্যাম(সর্বোচ্চ)ঃ ১৬ জিবি
স্টোরেজ(সর্বোচ্চ)ঃ ৫১২ জিবি
প্রাইমারি ক্যামেরাঃ ৫০ মেগাপিক্সেল ট্রিপল
সেলফি ক্যামেরাঃ ৩২মেগাপিক্সেলের
ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প
চার্জিংঃ ১০০ ওয়াট ওয়ারড, ৫০ ওয়াট ওয়ারলেস
সনি এক্সপেরিয়া ১ মার্ক ৫ \ Sony experia 1 V
সনি তাদের এক্সপেরিয়া ১ সিরিজের রিতিমত প্রফেশনাল গ্রেড ক্যামেরা ফিচার অফার করেছে। অসাধারণ ক্যামেরা ফিশারের পাশাপাশি sony xperia one mark হাইপ ডিভাইসটিতে ১২০ হার্ড রিফ্রেশ রেট, শক্তিশালী প্রসেসর, অসাধারণ ডিসপ্লে ও অডিও সেটাপ রয়েছে।
এক নজরে সনি এক্সপিরিয়া ওয়ান মার্ক ফাইভ এর স্পেসিফিকেশন
ডিসপ্লেঃ ৬.৫ ইঞ্চি
প্রসেসরঃ স্ন্যাপ ড্রাগণ ৮ জেল ২
র্যাম(সর্বোচ্চ)ঃ ১২ জিবি
স্টোরেজ(সর্বোচ্চ)ঃ ৫১২ জিবি
প্রাইমারি ক্যামেরাঃ ৪৮ মেগাপিক্সেল ট্রিপল
সেলফি ক্যামেরাঃ ১২মেগাপিক্সেলের
ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প
চার্জিংঃ ৩০ ওয়াট
আইফোন ১৫ প্লাস \Iphon 15 Plus
লেটেস্ট আইফোন সিরিজ থেকে iphone ১৫ প্লাস সেরা স্মার্টফোনের তালিকায় স্থান দখল করে নিয়েছে এর অসাধারণ ক্যামেরা performance ও ব্যাটারি ব্যাকআপ এর মাধ্যমে। গত বছরের iphone এর চিপসেট দ্বারা চললেও পারফরম্যান্সের বিচার তালিকায় অধিকাংশ ফোনের চেয়ে এগিয়ে থাকবে iphone ১৫ প্লাস।
এক নজরে iphone ১৫ প্লাস এর স্পেসিফিকেশন
ডিসপ্লেঃ ৬.৭ ইঞ্চি
প্রসেসরঃ অ্যাপল এ১৬ বায়োনিক
র্যাম(সর্বোচ্চ)ঃ ৬ জিবি
স্টোরেজ(সর্বোচ্চ)ঃ ৫১২ জিবি
প্রাইমারি ক্যামেরাঃ ৪৮ মেগাপিক্সেল ডুয়াল
সেলফি ক্যামেরাঃ ১২মেগাপিক্সেলের
ব্যাটারিঃ ৪৩৮৩ মিলিএম্প
পিক্সেল ৭ প্রো \Pixel 7 Pro
প্রতিবছর পিক্সেল তাদের flexip সিরিজ দিয়ে বাজার মাথায় রাখে। গ্রাপি লাভারদের পাশাপাশি বর্তমানে অ্যাপল বা স্যামসাংয়ের পাশাপাশি স্মার্ট ফোন জগতে নিজের স্থান সুদীর্ঘ করে নিয়েছে গুগল।
এক নজরে গুগল পিক্সেল সেভেন প্রো এর স্পেসিফিকেশন
ডিসপ্লেঃ ৬.৭ ইঞ্চি
প্রসেসরঃ গুগল টেন্সর জি২
প্রাইমারি ক্যামেরাঃ ৫০ মেগাপিক্সেল ট্রিপল
সেলফি ক্যামেরাঃ ১০.৮মেগাপিক্সেলের
ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প
চার্জিংঃ ৩০ ওয়াট
স্যামসাং গ্যালাক্সি এস ২৩ আলট্রা \samsung galaxy S23 ultra
Samsung galaxy s23 আল্ট্রা বছরের প্রথম দিকে মুক্তি পেল এখন এটি বাজারে সকল অ্যান্ড্রয়েড ফোনে পেয়ে থাকবে। , মাথা নষ্ট সব সংখ্যার রেকর্ড এর দখল রয়েছে এই ফোনটির যা থেকে বেশ সহজে ধারণা করা যায় বিশ্বের সেরা স্মার্টফোনের জালিকায় স্থান পাওয়ার কারণ।
এক নজরে samsung galaxy s23 আল্ট্রা এর স্পেসিফিকেশন
ডিসপ্লেঃ ৬.৮ ইঞ্চি
প্রসেসরঃ স্ন্যাপ ড্রাগণ ৮ জেল ২
র্যাম(সর্বোচ্চ)ঃ ১২ জিবি
স্টোরেজ(সর্বোচ্চ)ঃ ১ টেরাবাইট
প্রাইমারি ক্যামেরাঃ ২০০ মেগাপিক্সেল ট্রিপল
সেলফি ক্যামেরাঃ ১২মেগাপিক্সেলের
ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প
চার্জিংঃ ৪৫ ওয়াট
আইফোন ১৫ প্রো মাক্স \ iphone 15 pro max
বিশ্বের সেরা স্মার্টফোন ২০২৪ এর এপল এর iphone ফিফটিন প্রো ম্যাক্স। গত বছরে আইফোন আছে সকল ক্ষেত্রে উন্নতি এসেছে ২০২৪ সালের এপল ফ্ল্যাগশিপে। পূর্বের চেয়ে বেশ শক্তিশালী হওয়ায় পাশাপাশি আনবিটাবল ক্যামেরার পারফরম্যান্স প্রদান করার মাধ্যমে এই তালিকার শীর্ষস্থান দখল করে নিয়েছে আইফোন ফিফটিন প্রোম্যাক্স।
এক নজরে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এর স্পেসিফিকেশন
ডিসপ্লেঃ ৬.৭ ইঞ্চি
প্রসেসরঃ অ্যাপল এ১৭ প্রো
র্যাম(সর্বোচ্চ)ঃ ৮ জিবি
স্টোরেজ(সর্বোচ্চ)ঃ ১ টেরাবাইট
প্রাইমারি ক্যামেরাঃ ৪৮ মেগাপিক্সেল ট্রিপল
সেলফি ক্যামেরাঃ ১২মেগাপিক্সেলের
ব্যাটারিঃ ৪৪৪১ মিলিএম্প
লেখক এর মতে,
আপনি অনলাইনে যতগুলো স্মার্ট ফোন রেংকিং পাবেন, তা একটা আরেকটা সাথে মিলবে না। মনকি আপনার নিজের বিবেচনাও হয়তো আলাদা র্যাংকিং চলে আসবে। এই তালিকায় থাকা প্রতিটি ফোনে অসাধারণ। বিক্রেতা ভেদে এদের দাম ভিন্ন হতে পারে। উল্লেখিত বিশ্বের সেরা স্মার্টফোনের জালিকায় থাকা ফোন গুলোর মধ্যে আপনার পছন্দের ফোন কোনটি? সাথে শেয়ার করতে পারেন কমেন্ট সেকশনে।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url