ঘরে বসে কিভাবে পানি থেকে বিদ্যুৎ উৎপন্ন করা যায়
পানির স্রোত বা সাবকে কাজে লাগে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। এটাই পানি বিদ্যুৎ বা জলবিদ্যুৎ। পানি বিদ্যুৎ উৎপাদনের জন্য সাধারণত নদীর এমন একটি অংশকে বেছে নেওয়া হয়, যেখানে বাদ দিয়ে এক পাশ থেকে আরেক পাশে পানি প্রবাহ করা যায়।
আর এ প্রবাহের চাপের মধ্য দিয়ে বিদ্যুৎ উৎপন্ন হয়। প্রায় এক যুগ আগের কথা। তখন সবসময় বিদ্যুৎ থাকতো না। আমাদের দেশে উৎপাদিত ও ব্যবহৃত বিদ্যুৎ আসলে জল বিদ্যুৎ বা হাইড্রোক ইলেকট্রিক কারেন্ট। এ বিদ্যুতের চাহিদা পূরণ না হয় বর্তমানে পারমাণবিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে বিদ্যুৎ সরবরাহের প্রচেষ্টা চলছে।
কিভাবে বিদ্যুৎ উৎপন্ন করা হয়?
বিদ্যুৎ উৎপাদিত হয় তার বাহিনীর সাহায্যে। পানি শক্তিশালী তো যন্ত্রের বড় বড় চাকা কে বলে টারবাইন। টারবাইন ঘুরে পানির সাহায্যে। পানি প্রবাহের চাপ শক্তি খুবই প্রচণ্ড থাকে। এই প্রচন্ড চাপ শক্তির দ্বারা বড় বড় মেশিন চালানো যায় যার ফলে পানি বিদ্যুৎ প্রকল্পের বিদ্যুৎ উৎপাদনের এই শক্তিটাই বিদ্যুৎ শক্তি হিসেবে কাজে লাগানো হয়।
যেভাবে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়?
সাধারণত নদীর প্রবাহকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে। পড়ন্ত বা স্রোত আছে এমন নদীর পানির চাপ কে ব্যবহার করে তৈরি করা হয় এই জলবিদ্যুৎ। একবার জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা গেলে খুব কম শক্তি ব্যয়ের মাধ্যমে এটি চালনা করা যায়। এর মাধ্যমে জীবাশ্ম জ্বালানি যেমনঃ তেল, গ্যাস এবং কয়লা ইত্যাদি চালিত বিদ্যুৎ কেন্দ্রের তুলনায় খুব কম পরিমাণে গ্রীন হাউজ কার্বন ডাই-অক্সাইড নির্গমন করে।
জলবিদ্যুতের প্রধান কাঁচামাল হলো পানি। জলবিদ্যুৎ তৈরি করতে গেলে প্রাথমিক পর্যায়ে প্রয়োজন একটি বিশাল আকার নদী যেখানে প্রায় সারা বছর জলের অভাব থাকবে না। বিশাল আকারের জলকে জলবিদ্যুৎ তৈরির কাজে লাগানোর জন্য বেশিরভাগ ক্ষেত্রে বাদ দিয়ে আটকে রাখা পানি থেকে বিদ্যুৎ উৎপাদন করা সহজ হয়। বিশাল আকারের সঞ্চিত দলকে একটি শোরুম মাধ্যম দিয়ে প্রচন্ড গতিসম্পন্ন অবস্থায় বেরোনোর মতো একটি রাস্তা দেওয়া হয় যা নদীর একপাশ থেকে অন্য পাশে আসতে পারে।
আর এই জায়গাতেই বসানো থাকে বিশাল আকারের বিদ্যুৎ উৎপাদনকারী মটর বা টারবাইন। যে স্থান দিয়ে নদীর আটকানো পানির পশুর গতিতে অন্য পাশে প্রবাহিত হয় সেই স্থানে একটি বিশাল আকারের টাকা লাগানো থাকে। এই সাকাতে অনেক বড় বড় প্লেট বসানো থাকে যে প্লেটে জলের গতি চাপ দিলে পুরো শাখাটি প্রবল জোরে ঘুরতে থাকে। টারবাইন থেকে যে ঘূর্ণন গতি তৈরি করা হয় সেই গতির মাধ্যমে জেনারেটরে থাকা ওই ধরনের বিশাল আকারের মটরকে ঘোরানো হয়। যে কোন ধরনের মোটর যদি প্রবল জোরে ঘোরানো হয় তবে তার থেকে ইলেকট্রিক কারেন্ট সৃষ্টি হয় তাই টারবাইনের সাহায্যে ঘোরানো ওই মোটর থেকে যে ইলেকট্রিক কারেন্ট তৈরি হয় তা কিছু প্রক্রিয়ার মাধ্যমে পৌঁছে দেওয়া হয়।
ঘরে বসে কিভাবে বিদ্যুৎ বানাতে হয়?
বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বানাতে হলে তোমার দরকার হবে একটা বড় সিপি বা কর্ক, পানির কোলড্রিংস এর পুরনো কয়েকটা শক্ত প্লাস্টিক বোতল। এছাড়া লাগবে সপ্তাহ প্লাস্টিক পাইপ বা স্ট্রো, এক্ষেত্রে উল বুনানোর কাঠি বা কাটাও ব্যবহার করা যেতে পারে। সেই সঙ্গে দরকার বেশ লম্বা এক টুকরো সুতো, একটা সিডি এবং কিছু পরিমাণ শব্দ বাইন্ডিং টেপ।
স্টেপ-১
প্রথমে কয়েকটা সেবেনাপের শক্ত বোতল নিয়ে লম্বালম্বি করে কাচি দিয়ে দোফালি করে কাটো। চিত্র দেখে পাতলা টিউটিনের মত বা চোঙ্গার মত করে প্লাস্টিকের পাত বানাও। এগুলো হাতের কাছে রেখে এবার আগেই সংগ্রহ করা বড় সিপি বা কর্কটার মধ্য দিয়ে উল বোনা একটা কাটা বা শক্ত প্লাস্টিকের চিকন পাইপ প্রবেশ করাও।(চিত্র দেখে) সিপিটার লম্বা অংশের মধ্য দিয়ে উল বুননের মোটা বা শক্ত কাটার ঢোকাতে হবে। এবার চিত্র অনুযায়ী করকের চারপাশে সমান দূরত্ব রেখে ছয়টা শক্ত প্লাস্টিক বোতলের অর্ধেক অংশ বসাও। এই প্লাস্টিকের পাত বা প্লাস্টিক বোতলের খালি করে কেটে আগে আলাদা করে রাখা হয়েছে। এবার সেগুলো শক্ত বাইন্ডিং টেপ দিয়ে চিত্র দেখে দেখে সমান দূরত্ব বসাও। এ সময় খেয়াল রাখবে, যাতে উল গোনার কাটা বা শক্ত প্লাস্টিকের পাতের সঙ্গে ৯০ ডিগ্রি কোন উৎপন্ন করে প্লাস্টিকের পার্টগুলো বাধা থাকে।
স্টেপ-২
এবার পানি ঢালার জন্য একটা প্লাস্টিক বোতলের পাত দিয়েও আকারে কেটে নাও। এমনভাবে তা বসাবে যেন কল থেকে পানি ছেড়ে দিলেই ওই ঢেউ খেলানো চোংগার মধ্যে দিয়ে পানি প্রবাহ সরাসরি তোমার বানানো টারবাইনের ব্লেড গুলোর উপরে এসে পড়ে। এবার আগেই সংগ্রহ করা কম্পিউটারের বাতিল একটা সিডি বা ডিভিডি ডিকশনাও। এক্ষেত্রে অন্য কোন হালকা ওজনের জিনিস হলেও চলবে। এই ডিক্সের সঙ্গে বেশ কিছুটা লম্বা সুতো বেঁধে সুতোর প্রান্তটা শক্ত কর্কের সঙ্গে মজবুত করে বাধা প্লাস্টিক দন্দ বা ফুলের কাটার সঙ্গে বাঁধো।
পানি থেকে কিভাবে বিদ্যুৎ উৎপন্ন হয়?
জলবিদ্যুৎ যা জল শক্তি নামে পরিচিত, বিদ্যুৎ বা বিদ্যুৎ উৎপাদনের জন্য পতিত বা দ্রুত প্রবাহিত জলের ব্যবহার। এটি শক্তি উৎপাদন করার জন্য জলের উৎসের সম্ভাবনা বা গতিশক্তিকে রূপান্তর করে অর্জন করা হয়। জলবিদ্যুৎ হল টেকসই শক্তি উৎপাদনের একটি পদ্ধতি।
বাড়িতে পানি থেকে বিদ্যুৎ উৎপাদন?
একটি উপযুক্ত জলের উৎস খুঁজুন, যেমন একটি স্রোত বা নদী, জলের ধারাবাহিক প্রবাহ সহ। জলের প্রভায়ে একটি ছোট তারবাইন বা ওয়াটার হুইল ইনস্টল করুন। প্রবাহিত পানির কারণে টারবাইন বা টাকা ঘুরবে। ঘূর্ণায়মান তার বাইরে বা চাকায় একটি জেনারেটরের সাথে সংযুক্ত করুন।আর এভাবেই পানি থেকে বিদ্যুত উৎপাদন করুন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url