মোবাইল দিয়ে টাকা ইনকাম করার সহজ কিছু উপায়
ঘরে বসে আয় করা সেরা ১০ টি উপায় আপনি জানেন কি, স্ট্যাটাস অনুসারে ২০২৩ সালে বিশ্বব্যাপী 6.92 বিলিয়ন স্মার্টফোন ব্যবহারকারী আছে, যার অর্থ বিশ্বে জনসংখ্যার ৮৫.৮২% একটি স্মার্টফোনের মালিক। এবং ২০২৩ সালের জুলাই পর্যন্ত, বিশ্বব্যাপী ৫.19 বিলিয়ন ইন্টারনেট ব্যবহারকারী ছিল যা বিশ্বের জনসংখ্যা 64.6%। আর বর্তমান সময়ে স্মার্টফোন দ্বারা ইনকাম করার সহজ মাধ্যমে অনেকেই বেছে নিয়েছেন। চলুন জেনে নেওয়া যাক স্মার্ট ফোন দ্বারা টাকা ইনকাম করার সহজ কিছু উপায়-
আপনাকে দিনে দুই থেকে তিন ঘণ্টা সময় দিয়ে কাজ করতে হবে ইনকাম করার ক্ষেত্রে। আর মোবাইলে আয় করার প্রতিটা উপায় বা মাধ্যম এখানে আলাদা আলাদা রকমের। তাই কিছু উপায় ব্যবহার করে সামান্য ইনকাম করতে পারবেন আবার কিছু উপায় ব্যবহার করে সত্যি অনেক টাকা ইনকাম করতে পারবেন। তাই আপনি কত সময় কাজ করবেন কোন উপায় ব্যবহার করবেন সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে।
মোবাইল দিয়ে টাকা আয় করতে কি কি লাগবে?
- মোবাইলে কাজ করার জন্য ভালো মানের একটি স্মার্ট ফোন লাগবে
- কাজ করার জন্য ভালো ইন্টারনেট কানেকশন লাগবে
- কাজ করে টাকা তোলার জন্য paypal, Bank account ইত্যাদি প্রয়োজন হবে
- আপনার হাতে ফ্রী দুই থেকে তিন ঘন্টা সময় লাগবে কাজ করার জন্য
চলুন জেনে নেওয়া যাক মোবাইল দিয়ে ইনকাম করার উপায়ঃ-
ফ্রিল্যান্সিংঃ আপনি আপনার স্মার্টফোন ব্যবহার করে একজন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে পারেন এবং অনলাইনে ভালো মানের আয় করতে পারেন। অনেক ফ্রিল্যান্স কাজ আছে যা আপনি আপনার স্মার্ট এন্ড্রয়েড ফোন দিয়ে আপনার বাড়িতে বসেই কাজ করতে পারেন।
যেমন-
- সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট
- লেখালেখি এবং টিউটরিং
Upwork, ফাইবার এবং ফ্রিল্যান্সারদের মতো ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম গুলি আপনাকে আপনার স্মার্টফোন ব্যবহার করে ক্লাইন্ট খুঁজে পেতে এবং প্রকল্পগুলিতে কাজ করার অনুমতি দেয়।
রাইটিংঃ আপনি আপনার স্মার্টফোন দিয়ে ক্লায়েন্টদের জন্য নিবন্ধন, ব্লগ পোষ্ট, ওয়েবসাইটের বিষয়বশস্তু, ই-বুক এবং গল্প লিখতে পারেন। অনেক ওয়েবসাইট আছে যারা লেখকদের তাদের কাজের জন্য অর্থ প্রদান করে।
যেমন-
- মিডিয়াম
- ওয়াও উইমেন অন রাইটিং
- লিস্ট ভার্স
এছাড়াও আপনি গুগলের মাধ্যমে ব্লকগুলি খুঁজে পেতে পারেন এবং তাদের কাছে আপনার নমুনা গুলি ইমেইল করতে পারেন। আপনার লেখার দক্ষতা উন্নত করতে পারেন এবং লেখার উপর বই পড়তে পারেন।
ভিডিওর মাধ্যমে টাকা ইনকাম
এন্ড্রয়েড ফোনে ভিডিওর মাধ্যমে অর্থ উপার্জনের অনেক উপায় রয়েছে এবং ব্যবহারকারীরা তাদের এবং তাদের আকলের জন্য সবচেয়ে ভালো কাজ করে এমন পদ্ধতি বেছে নিতে পারেন। নিচে কিছু জনপ্রিয় পদ্ধতি আছেঃ
- ইউটিউব চ্যানেল
- ব্লগস
- বিজ্ঞাপন দেখে আয়
- মূল বিষয়বস্তু তৈরি করা
- একাধিক প্লাটফর্মে আপনার ভিডিও শেয়ার করা
- পণ্য বা মশ্চারাইজ বিক্রি করা
- ক্রাউড ফান্ডিং
- ভিডিও বিক্রি করে আয়
দৈনন্দিন দৃশ্য, প্রকৃতি বা বিশেষ বিষয়ের উচ্চমানের ভিডিও ক্লিপ বা ক্যাপচার করুন। আপনি Shutterstock, iStock, এবং Adove Stock এর মত সাইটে আপনার ভিডিও বিক্রি করতে পারেন এবং সেখান থেকে একটি নির্দিষ্ট মানের অর্থ আয় করতে পারেন। তবে অবশ্যই ভিডিওগুলো প্রফেশনাল মানের হতে হবে।
অনলাইন ইনকাম অ্যাপ
আপনারা হয়তো জানেন মোবাইলে টাকা ইনকাম করার অনেকগুলো অ্যাপস রয়েছে। আপনি যদি goole ply store গিয়ে online income apps লিখে সার্চ দেন তাহলে অনেক অ্যাপস দেখতে পাবেন। তবে এই ধরনের অ্যাপস গুলো থেকে আপনি তেমন ভালো ইনকাম করতে পারবেন না। কারণ এই অ্যাপের পিছনে আপনি যতটা সময় নষ্ট করবেন সেই সময় হিসেবে তারা আপনাকে টাকা দিবে না। তবে আপনার হাতে যদি প্রচুর সময় থাকে তাহলে ইনকাম করার সেরা এপস গুলো ব্যবহার করার পরামর্শ দিব। এই apps বিভিন্ন ধরনের কাজ করে আপনি আয় করতে পারবেন। যেমন-
- ভিডিও দেখা
- গেম খেলা
- সার্ভে কাজ করা
- অ্যাপস ডাউনলোড করা
Mobile apps ঠিকই ইনকাম করার জন্য নিচের অ্যাপস গুলো ব্যবহার করতে পারেনঃ
- Pocket monoey app
- Dreem 11
- Google pay
- Rozdhan
- Google opinion rewards
- Zagi
এই অ্যাপ গুলো ছাড়াও আপনি google play store এ বিভিন্ন ধরনের টাকা ইনকাম করার অ্যাপ পেয়ে যাবেন. সেগুলোর মাধ্যমে আপনার সাধারণ কিছু কাজ করে টাকা আয় করতে পারবেন।
অনলাইন থেকে টাকা ইনকাম করার সহজ উপায়
বর্তমানে সবকিছু অনলাইন প্লাটফর্মে ধাবিত হচ্ছে। তাই অনলাইনে কাজ করে আয় করার প্রচুর সুযোগ রয়েছে। আর এই কাজ ঘরে বসে করা সম্ভব। ঘরে বসে আয় করা নিশ্চিত উপায় রয়েছে। প্রয়োজন শুধু কাজের চাহিদা অনুযায়ী দক্ষতা অর্জন। ঘরে বসে আয় করা নিশ্চিত উপায় সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক-
- মার্কেটপ্লেসি ফ্রিল্যান্সিং করে আয়
- ব্লগিং করে আয়
- গুগল এডসেন্স থেকে আয়
- এফিলেন্ট মার্কেটিং করে আয়
- ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এর মাধ্যমে আয়
- ইউটিউব চ্যানেল থেকে আয়
- সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং করে আয়
- আর্টিকেল লিখে আয়
- নিজের ওয়েবসাইট থেকে আয়
- গ্রাফিক্স ডিজাইন করে আয়
উপসংহার
বর্তমান সময়ে ঘরে বসে অনলাইনে মোবাইল ফোন, ল্যাপটপ বা পিসি দ্বারা আয় করার অনেক মাধ্যম রয়েছে। প্রয়োজন শুধু দক্ষতার। ঘরে বসে আয় এখন আর স্বপ্ন নয় বাস্তবতা। শুধু দক্ষতা অর্জনের পাশাপাশি সঠিক পথ বেছে নেওয়া। তাই আর দেরি না করে আপনার পছন্দের বিষয় নিয়ে কাজ শুরু করে দেন এখনই আর ঘরে বসে আয় করুন লক্ষ লক্ষ টাকা।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url