নবজাতক শিশুর পেট ব্যথার কারণ ও করণীয়

পেট ব্যাথার কারন ও বিভিন্ন ঔষুধের নামশিশুর পেট ব্যথা একটি সাধারন ঘটনা যা শিশুর জন্য অস্বস্তি, পীড়াদায়ক এবং অতিরিক্ত কান্নার কারণ। শিশুর জীবনে প্রথম তিন মাস নিয়মিত চিৎকার করে যা প্রায় বিকালের দিকে হয় এবং কান্নার কারণ বোঝা যায় না। পেটের ব্যথা বোঝা যায় তিনটি লক্ষণ ধারা-দিনে ৩ ঘন্টার বেশি সময় কান্না, এবং ৩ সপ্তাহের বেশি পর্যন্ত কান্না কিন্তু শিশুর পেট পরিপূর্ণ এবং সুস্থ থাকে। 
নবজাতক শিশুর পেট ব্যথার কারণ ও করণীয়
সাধারণত দেখা যায় যে, পেট ব্যথার কান্না ৬ সপ্তাহ বয়সে শিশু থেকে ৬ মাস বয়সের শিশুর মধ্যে সীমাবদ্ধ থাকে। পেটের ব্যথার শিশু এবং স্বাভাবিক শিশুদের কান্না ধারণা একই হয়ে থাকে। তবে পেটের ব্যথা সুখ একবার কান্না শুরু করলে সহজে শান্ত হয় না এবং দীর্ঘ সময় যাবত কাঁদতে থাকে। এটির দীর্ঘকালীন কোন সমস্যা সৃষ্টি করে না। সাধারণত ১০-১৪% বাচ্চার মধ্যে এই সমস্যা দেখা দেয়। কৌটার দুধ পানকারী এবং মায়ের দুধ পানকারী শিশুর মধ্যেই পেট ব্যাথা দেখা দিতে পারে।

শিশুদের পেট ব্যথার বিভিন্ন কারণ

মানসিক ও শারীরিক কারণে ব্যথার মধ্যে পার্থক্য-
  • তিন বছরের নিচে শিশুর পেট ব্যাথা হলে তা সাধারণত রোগের কারণেই হয়ে থাকে\
  • রোগের কারণে ব্যথা হলে শিশুরা সুনির্দিষ্ট ভাবে ব্যথা জায়গাটা দেখতে পারে আর মানসিক কারণে হলে সেভাবে দেখতে পারেনা বা একেকবার একেক স্থানে দেখায়
  • দেখার সঙ্গে জ্বর, র‍্যাশ, হারে ব্যথা, ওজন কমা, ইত্যাদি সমস্যা হলে বুঝতে হবে অবশ্যই সেই ব্যথা নির্দিষ্ট কারণ রয়েছে
  • ঘুমের মধ্যে ব্যথা হলে এবং ব্যথার কারণে শিশুর ঘুম ভেঙ্গে গেলে কখনোই তা মানসিক হওয়ার সম্ভাবনা থাকে না
  • গ্যাস জনিত ব্যথা
  • তিন মাসের অধিক পেট ব্যথা
  • গ্যাস জনিত ব্যথা
  • কোষ্ঠকাঠিন্য
  • খাবার কিংবা দুধে এলার্জি
  • কৃমি
  • বয়স ভেদে সমস্যা ও কারণ

শিশুদের পেট ব্যথা হলে করণীয়

রোগের লক্ষণঃ এ ধরনের শিশুদের স্বল্প সময়ের জন্য বারবার এবং অত্যন্ত তীব্র পেটে ব্যথা হয়। অল্প কিছু সময় পর বাচ্চা স্বাভাবিক হয়ে যায়। তবে আক্রান্ত সময় শিশুর খেলাধুলা এবং স্কুলের পড়াশোনা বন্ধ করে দেয়। পড়াশোনার চাপ বা পারিবারিক সমস্যার কারণে বারবার পেটে ব্যথা হতে পারে। অন্যান্য কারণ এর মধ্যে কোষ্ঠকাঠিন্য, মেয়েলি রোগ, মূত্রতন্ত্রের সংক্রম্ণ, মন্ত্রণালয়তে সংক্রমণ এবং বয়সন্ধিকালের সমস্যা অন্যতম। বাবা-মায়েরা দারুন উদ্বিগ্ন হয়ে চিকিৎসকের শরণাপন্ন হন। তাদের বাচ্চার ক্যান্সার, অ্যাপেন্ডিসাইটিস অথবা পেটের নারীদের লেগে গেল কিনা সে ব্যাপারে।

এ অবস্থায় করণীয়ঃ রোগীর ইতিহাস নিতে গিয়ে ব্যথার ধরন এবং বৈশিষ্ট্য গুলোই বলে দেবে ব্যথার মূল পটভূমি কি? সাধারণত বারবার পেটে ব্যথা নাভির চারদিকে হয়, কিন্তু যে পেটে ব্যথার কারণে অপারেশনের প্রয়োজন হয় তা পেটে যে কোন একটি জায়গায় সম্ভবত থাকে। বারবার পেটে ব্যথার সময় বাচ্চারা অস্থিরতা অনুভব করলেও সার্জিক্যাল ব্যথা প্রায় তীব্র এবং অবিরাম প্রকৃতির হয়ে থাকে ঘুম থেকে জাগিয়ে দেয় অথবা বাচ্চারা ব্যথার সাথে বমি করতে থাকে।

রেট্রোসিকাল এপেন্ডিসাইটির ক্ষেত্রে অ্যাপেন্ডিক্স এর অবস্থান পেছনের দিকে হওয়ায় অনেক সময় ব্যথা শুধু পেটের ডান কোণ নাও হতে পারে। ব্যথার ওষুধ সেবন আলসারজনিত ক্ষত পেটের টিভি রোগ-এসব কারণে পেট ফুটো হয়ে গেলে অনেক সময় পেরিটোসনাইটিস হয়ে ব্যথা পুরো পেটে ছড়িয়ে পড়তে পারে। এ সময় পেট বোর্ডের মত শক্ত আকার ধারণ করতে পারে। এজন্য শিশুদের তীব্র পেটে ব্যথা দেখা দিলে পেডিয়াট্রিক সার্জেন্ট দের প্রয়োজনে দাঁড়ানো অবস্থায় পেটের এক্সরে, আলট্রাসনোগ্রাম, রক্ত পরীক্ষা,মলদ্বার পরীক্ষা, সর্বোপরি রোগের ইতিহাস পর্যবেক্ষণ করে তবেই সার্জারি সিদ্ধান্ত নিয়ে থাকেন।

বাচ্চাদের পেট ব্যথা কেন হয়

চকলেট, জুস বা বাইরের জীবাণু পেটে গেলে পেট ব্যথা করে। অনুষ্ঠানের ভারী খাবারও অনেকের সহ্য হয় না। পেটে সংক্রমণ বা গ্যাস, খাবারে এলার্জি, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য, প্রস্রাবের সংক্রমণ, বয়সন্ধিকালের সমস্যা ছাড়াও টিউমার এবং এপেন্ডিসাইটিস সহ বিভিন্ন সার্জিক্যাল সমস্যায়ও শিশুর পেটে ব্যাথা হতে পারে।

নবজাতকের পেটের গ্যাস দূর করার উপায়

কিছু পজিশনিং টিপসঃ আপনার শিশুকে যথাসম্ভব সোজা করে খাওয়াবেন, আপনার শিশুকে তাদের পিঠের উপর শুয়ে দিন এবং নিচে থেকে গ্যাস বের করতে সাহায্য করার জন্য আপনার হাত দিয়ে তাদের পা প্যাডেল করুন, যদি আপনার বার্তা খাওয়ানোর পরে জেগে থাকে তবে তাদের পেটে রাখুন। পেটের সময় বাড়ান।

বাচ্চাদের পেট ব্যথা কমানোর দোয়া

এ দোয়াটি পড়ো-

উচ্চারণঃ আউজুবিইজ্জাতিল্লাহি অয়া কুদ্রাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাজিরু। অর্থঃ-আল্লাহর মর্যাদা ও তার কুদরতের উসিলায় আমি যা অনুভব ও ভোগ করছি, তা থেকে মুক্তি চাচ্ছি।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url