পেট ব্যাথার কারন ও বিভিন্ন ঔষুধের নাম

পেট ব্যথার সাধারণ কারণগুলির মধ্যে রয়েছে গ্যাস্ট্রো এন্টিরায়টিস এবং ইরিটেবল বাওয়েল সিনড্রোম।
পেট ব্যাথার কারন ও বিভিন্ন ঔষুধের নাম
প্রায় ১৫% লোকের আরো গুরুতর অন্তর্নিহিত অবস্থায় রয়েছে যেমন অ্যাপেন্ডিসাইটিস, ফুটতো হওয়া বা ফেটে যাওয়া পেটের অ্যাওরটিক অ্যানিউরিজম, ডাই-ভার্কটি কুলাইটিস বা একটপিক গর্ভাবস্থা। এক তৃতীয় অংশ ক্ষেত্রে, সঠিক কারণ ও স্পষ্ট।

পেট ব্যাথা হওয়ার কারণসমূহ

পেটে ব্যথায় সবচেয়ে ঘনঘন কারণ হলো গ্যাস্ট্রোএন্টেরাইটিস।(১৩%), ইরিটেবল বাওয়েল সিনড্রোম(৪%), মূত্রনালীর সমস্যা (৫%), পেটের প্রদাহ (৫%), কোষ্ঠকাঠিন্য (৫%) ইত্যাদি। প্রায় ৩০% ক্ষেত্রে, কারো নির্ধারণ করা হয় না। প্রায় ১০% ক্ষেত্রে গোলব্লাডার ( পিত্তথলি বা পিত্তথলির ডাইস্কিনেসিয়া) বা অগ্ন্যাসয়ের সমস্যা (৪%) ডাইভার্টিকুলাইটিস (৩%), অ্যাপেন্ডিসাইটিস (২%), এবং ক্যান্সার (১%) সহ আরো গুরুতর কারণ রয়েছে। যারা বয়স্ক তাদের মধ্যে এ ধরনের সমস্যাগুলো বেশি দেখা যায়। আর এ কারণেই পেট ব্যথার সৃষ্টি হয়।

হঠাৎ পেট ব্যথার কারণ

মানসিক চাপের কারণে পেট ব্যথা, মাথা ব্যথা, উষ্ণ রক্তচাপ ও ইন সোমনিয়া বা ঘুমের সমস্যা হতে পারে। এছাড়া বদহজম, ব্যথা ও ইরিটেবল বাউল সিনড্রোম বা আইবিএস'র মতো রোগ দেখা দিতে পারে। পেট ব্যথার একটি সাধারণ কারণ হচ্ছে পেপটিক আলসার। এর কারণে পেটের উপরের দিকে মাঝ বরাবর ব্যথা হয়।

দ্রুত পেট ব্যথা কমানোর ঔষধ

কলিম্যাক্স হল একটি এন্টিস্পাসমডিক ব্যথা-উপশমকারী ঔষধ। এটি পেটের ব্যথা এবং ক্র্যাম্প উপশম করে। ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন বমি বমি ভাব, বমি, খুদা হ্রাস বা তন্দ্রা। সুতরাং বলা যেতেই পারে দ্রুত পেটের ব্যথা কমানোর জন্য কলিমেক্স এন্টিস্পাস্মডিক হল একটি কার্যকরী ঔষধ।

ঘরোয়া উপায়ে পেট ব্যথা কমানোর উপায়

আমরা অনেকেই বাইরের খাবার খেয়ে থাকি। সতর্ক থাকা পরেও বাইরে থেকে প্রিয় খাবার একটু বেশি খাওয়া হয়ে যায় আমাদের। আর এ কারণেই মাঝে মাঝে পেটে হঠাৎ ব্যথা শুরু হয়ে যায়। পেট ব্যাথা হওয়ার পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে। এক্ষেত্রে গ্যাস, এসিডিটি, ও বদহজমের মতো সমস্যা থাকতে পারে। 

এমনকি ব্যাকটেরিয়া ও ভাইরাসজনিত কোন ইনফেকশন থেকে এই সমস্যা হতে পারে। গ্যাস বা বদহজমের সমস্যা অনেক সময় দ্রুত সমাধান করা সম্ভব হয় কিন্তু ব্যাকটেরিয়ার কারণে সৃষ্ট সমস্যা দূর করা কঠিন হয়ে যায়। বিশেষ করে বাইরে খাওয়ার অভ্যাস এর সমস্যা আরো বেশি সৃষ্টি করে। তাই সবাইকে এই বিষয়টি নিয়ে সচেতন হতে হবে। চলুন জেনে নেওয়া যাক কিভাবে ঘরোয়া উপায়ে পেট ব্যথার সমস্যা সমাধান করা যায়ঃ-
  • আদা চা খেয়ে
  • ক্যামোমিল চা খেয়ে
  • পিপারমেন্ট চা খেয়ে
  • লেবু চা
  • লেবু ও পুদিনার রস
  • কাঁচা কলা
  • দই
  • পর্যাপ্ত পানি পান করা
  • হাঁটাহাঁটি করা

পেট ব্যথা কমানোর ওষুধের নাম

কি ধরনের ব্যথা এটা আগে আপনাকে জানতে হবে। কারণ ব্যথা বিভিন্ন ধরনের হয়ে থাকে। এক এক ব্যথার জন্য এক এক ধরনের ট্যাবলেট প্রয়োগ করা হয়। পেট ব্যথার ধরন অনুযায়ী বিভিন্ন ধরনের ট্যাবলেট খেতে হয়। যদি আপনার অতিরিক্ত ব্যথা হয়ে থাকে তাহলে ডক্টরের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করতে হবে। আর যদি ছোটখাট গ্যাসের ব্যথা কিংবা তলপেটে ব্যথা হয় তাহলে আমাদের এই ট্যাবলেট গুলো খেয়ে নিতে পারেন। যেমনঃ-
  • Norvis Tablet
  • Algin Tablet
  • Losectil Tablet
  • Rabeloc Tablet
  • Rekool Tablet
  • Seclo Tablet

পেটে ব্যাথা হলে করনীয় কি

যদি গ্যাসের কারণে পেটে ব্যথা মনে করেন এবং এর সঙ্গে অন্যান্য ঝুঁকিপূর্ণ লক্ষণগুলো প্রকাশ না হয়, তাহলে গ্যাসের ওষুধ দিতে পারেন। সিরাপ দিতে পারেন। ব্যথা কমানোর জন্য অনেক ওষুধ আছে সেগুলো দিতে পারেন। তবে নিশ্চিত হতে হবে আপনার বিষয়গুলো হয়নি তো। হঠাৎ করে সমস্যা হয়েছে কিনা, বমি হয়েছে কিনা, জ্বর আছে কিনা-এই বিষয়গুলোর সঙ্গে না থাকলে খুব চিন্তিত হয়। প্রাথমিকভাবে চিকিৎসা করলেই সমস্যা সমাধান হয়ে যাবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url