কোরবানির গোশত বণ্টন করার সঠিক নিয়ম
ইসলামে অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত কোরবানি। এটি ইসলামের মৌলিক ইবাদতের অন্তর্ভুক্ত। প্রত্যেক সামর্থ্যবান পুরুষ-নারীর উপর কুরবানী ওয়াজিব। আল্লাহ ও তাঁর রাসূলের শর্তহীন আনুগত্য, ত্যাগ ও বিসর্জনের শিক্ষা আছে এই কোরবানিতে।
নবীজিকে আল্লাহতালার নির্দেশ দিয়েছেন-"আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি আদায় করুন"।(সূরা কাওসার-২) অন্য আয়াতে এসেছে-(হে রাসূল) আপনি বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ রাব্বুল আলামিনের জন্য উৎসর্গিত।(সূরা আনাআম-১৬২)
আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি করা পশুর মাংস ভাগ করার একটি সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির পশুর গোশত ভাগ করার নিয়মও বলে দিয়েছেন-
আব্দুল্লাহ ইবনে আব্বাস(রাঃ) থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির গোশত এক ভাগ নিজের পরিবারকে খাওয়াতেন, এক ভাগ গরিব প্রতিবেশীদের দিয়ে দিতন, এবং এক ভাগ গরিব মিসকিনদের দিতেন। এছাড়া ইবন মাসঊদ (রাঃ) কোরবানির গোশত তিন ভাগ করে একভাগ নিজেরা খেতেন, এক ভাগ যাকে চাইতেন তাকে খাওয়াতেন, এবং একভাগ মুসলিমকে দিতেন বলে উল্লেখ রয়েছে।
মহান রাব্বুল আলামিন যেন প্রত্যেককে সৎ নিয়তে কোরবানি দেওয়ার তৌফিক দান করেন। প্রত্যেক কোরবানির কারীতে আল্লাহ যেন কবুল ও মঞ্জুর করেন।। আমিন।
মহান আল্লাহ রাব্বুল আলামিন এটাই চান এবং বলেছেন ও তাই-(মনে রেখো, কোরবানির পশুর) গোশত অথবা রক্ত আল্লাহর কাছে কখনোই পৌঁছে না, বরং তার কাছে কেবলমাত্র তোমাদের তাকয়াই পৌঁছে।(সূরা হজ্জ-৩৭)
যেভাবে মহানবী(সঃ) কোরবানির মাংস বন্টন করতেন
আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি করা পশুর মাংস ভাগ করার একটি সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। মহানবী সাল্লাল্লাহু সাল্লাম কোরবানির পশুর মাংস ভাগ করার নিয়ম সুস্পষ্ট ভাবে বলে দিয়েছেন। আব্দুল্লাহ এবং আব্বাস (রাঃ) থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির মাংস একভাগ নিজের পরিবারকে খাওয়াতেন, এক ভাগ গরিব প্রতিবেশীদের দিতেন এবং একভাগ।
আল্লাহ রাব্বুল আলামীন বলেন-" অতঃপর তোমরা উহা হতে আহার কর এবং দুরস্থ, অভাবগ্রস্তকে আহার করাও।(সূরা হজ-২৮)। রাসূলুল্লাহ (সঃ) কুরবানীর গোশত সম্পর্কে বলেছেন-" তোমরা নিজেরা খাও ও অন্যকে আহার করাও এবং সংরক্ষণ করো।"(বোখারী-৫৫৬৯)। আহার করাও, বাক্য দ্বারা অভাবগ্রস্তকে দান করা ও ধনীদের উপহার হিসেবে দেয়া কে বুঝায়। তবে কোরআনের আয়াত ও হাদীসে তিনটি ভাগের কথা ইঙ্গিত করা হয়েছে, পরিমাণ নির্দিষ্ট করা হয়নি। রাসূলুল্লাহ (সঃ) হতে পরিমাণ নির্দিষ্ট করার কোন স্পষ্ট আমল পাওয়া যায় না। রাসূলুল্লাহ আমলে তিনি প্রত্যেক কোরবানির পশু হতে কিছু কিছু করে নিয়ে রান্না করতেন, বাকিটা পুরোটাই দান ও বিতরণ করে দিতেন।
কোরবানির মাংস অমুসলিমদের দেওয়া যাবে?
কোরবানির মাংস অন্য ধর্মাবলম্বীকেও দেওয়া জায়েজ।(ইলাউস সুনান ৭/২৮৩, ফতোয়া হিন্দিয়া ৫/৩০০) সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস (রাঃ) আক্তার ইহুদি প্রতিবেশী কে দিয়ে গোশত বন্টন শুরু করেছিলেন(বুখারী, আদাবুলমুফ্রাদ,হাদিস নং ১২৮)।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url