MM Kit খাওয়ার নিয়ম-কাজ কি ও

হঠাৎ বুকে ব্যথা হলে করণীয় MM Kit শুধুমাত্র গর্ভাবস্থায় ভ্রুনের সঠিক বয়স এবং এক টপিক প্রেগনেন্সি বাধা তৈরি করতে সক্ষম। এটি রেজিস্ট্রেট কোন ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উত্তম। MM Kit ট্যাবলেট অন্ত কোষীয় প্রজেস্টেরন রিসেপ্টরের সাথে আবদ্ধ হয় যেখানে এটি প্রতিযোগিতামূলকভাবে প্রজেস্টরন সংযুক্তিতে বাধা দেয়। 
MM Kit খাওয়ার নিয়ম-কাজ কি ও পার্শ্ব প্রতিক্রিয়া


এটি একটি আংশিক প্রজেস্টরন অ্যাগোনিস্ট। মিসোপ্রস্টল,একটি কৃত্রিম প্রোস্টাগ্ল্যান্ডিন E1 অ্যানালগ,গ্যাস্টিক ইত্যাদির ওপর সরাসরি কাজ করে এর এন্টি সিক্রেট কার্যকলাপ করে। যে কোন ওষুধ সেবনের আগে অবশ্যই রেজিস্ট্রেট কোন ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন বা সেবন করবেন।

MM Kit এর কাজ কি

গর্ভধারণের নয় সপ্তাহের (৬৩ দিন ) মধ্যে মাসিক নিয়মিতকরণ করতে এই কিট নির্দেশিত। গর্ভকালীন সময়ে, ওষুধ প্রোস্টাগ্যান্ডিনের সংকোশনে ত্বরান্বিত করতে জরায়ু পেশিকে উদ্দীপিত করে। এছাড়া মিফেপ্রিস্টোন এন্টিগ্লুকোকর্টিয়েড ও কিছুটা কার্যকারিতা দেখায়।

MM Kit কিসের ওষুধ

MM Kit শুধুমাত্র গর্ভাবস্থায় ধোনের সঠিক বয়স এবং এক টপিক প্রেগন্যান্সি বাধা তৈরি করতে এই ওষুধ ব্যবহার করা হয়। এম এম টি ট্যাবলেট প্রজেস্টরেন রিসেপ্টরের সাথে আবদ্ধ হয় যেখানে এটি প্রতিযোগিতামূলকভাবে প্রোজেসটরন সংযুক্তিতে বাধা দেয়। এটি একটি আংশিক প্রজেস্টেরন এগোনিস্টিও।

MM Kit খাওয়ার নিয়ম

Dismis MM Kit এর ডোজ আপনার বয়স, ওজন, সার্বিক স্বাস্থ্য এবং বর্তমান অবস্থার উপর নির্ভর করে আপনার ডাক্তার দানা নির্ধারিত হয়। গর্ভপাতের ক্ষেত্রে স্বাভাবিক মাত্রায় প্রায় একবার ২০০ বার মৌখিক হয়। দুই থেকে তিন দিনের মধ্যে প্রতি ২৪ বা ৪৮ ঘন্টা প্রতি ৮০০ এম সি জি হয়। আমাদের মধ্যে অনেকে বিয়ের পর অল্প দিনের মধ্যে কোন সন্তান নিতে আগ্রহী না। যারা অল্প দিনের মধ্যে বাচ্চা নিতে আগ্রহী না তারা বা সে সকল দম্পতি ফেমিকল পিল গ্রহণ করে থাকে। কিন্তু ও সাবধানতা বসত কেউ গর্ভবতী বাস প্রেগনেন্ট হয়ে গেলে মাসিক নিয়মিত করার জন্য ( সাধারণভাবে গর্ভপাতের জন্য ) এম এম ট্রিট গ্রহণ করা হয়।
MM Kit ট্যাবলেট দুই ধাপে খাওয়াতে হয়। প্রথম ধাপে মিফেপ্রিস্টোন ২০০ মিলিগ্রাম অর্থাৎ বড় যে ট্যাবলেট ডাক্তারের সামনে মুখে খেতে হবে। দ্বিতীয় ধাপে ২৪-৪৮ ঘন্টার মধ্যে মিসোপ্রোস্টল ২০০ মাইক্রগ্রাম অর্থাৎ ছোট চাকরি ট্যাবলেট নিচে অন্তত আধা ঘন্টা রাখতে হবে। কোনরকম থুথু ফেলা যাবে না। আধাঘন্টার মধ্যে ট্যাবলেট চারটি শেষ না হলে বাকি অংশ পানি দিয়ে খেয়ে নিতে হবে।

MM Kit খাওয়ার কত দিন পর সহবাস করা যায়

MM Kit খাওয়ার পর মাসিক নিয়মিত হলে, সুস্থ হওয়ার দুদিন পর থেকে সহবাস করা যায়। কোন অবস্থাতে ব্লেডিং অবস্থায় সহবাস করা যাবে না।তবে সহবাস করার আগে অবশ্যই একজন অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তারের পরামর্শ নিবেন।

MM Kit খাওয়ার পর সাধারণত কতদিন পর রক্তপাত হয়

MM Kit খাওয়ার পর সাধারণত কতদিন পর রক্তপাত হয় এটি আমাদের প্রধান টপিক।MM Kit খাওয়ার পর সাধারণত দুই থেকে তিনদিন পরে রক্তপাত বা মাসিক হয়। তবে ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই MM Kit খাবেন না। ইউটিউবে অথবা কোন ব্লগ সাইট দেখে কখনোই খাওয়া যাবে না। কেননা এম এম কিট বয়সের সাথে ও শারীরিক গঠন বেঁধে খেতে হয়। যেটা একমাত্র ডাক্তার ছাড়া কেউ বলতে পারবে না। সুতরাং ডাক্তারের পরামর্শ অনুযায়ী MM Kit সেবন করতে হবে।

MM Kit ট্যাবলেট এর পার্শ্ব প্রতিক্রিয়া

এই কীটের ভয়াবহ পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। এই ক্রিকেট খেলে প্রচুর রক্ত হতে পারে এছাড়া ডায়রিয়া, পেটে ব্যথা, বমি বমি ভাব এবং মাথা ব্যাথা ইত্যাদি হতে পারে। এই কিট অনেক সময় কাজ নাও করতে পারে এবং সম্পূর্ণ গর্ভপাত হতে পারে। এইজন্য অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ করে তার অধীনে এই কিট খেতে হবে। 

এছাড়া ফার আলট্রাসনো ফি করে ভ্রুনের সঠিক অবস্থা জানা প্রয়োজন। না হলে এই কি ঠিকমতো কাজ নাও করতে পারে। বাড়িতে একা একা এই কীটনা খাওয়ার পরামর্শ থাকবে।MM Kit খাওয়ার ১০ থেকে ১৪ দিন পর ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে এবং আলট্রাসনোগ্রাফি করে দেখতে হবে গর্ভাবস্থায় টিস্যু রয়ে গেছে কিনা। যদি কোন কারণে গর্ভবতী রয়ে যান তাদের ক্ষেত্রে ভ্রুন বিকলাঙ্গ হওয়ার সম্ভাবনা থাকে । তাই আলট্রাসনোগ্রাফি করার অত্যন্ত জরুরী।

লেখক এর মতে

আধুনিক চিকিৎসা বিজ্ঞানের মতে, ব্রণের বয়স যখন হয় ৪৩ দিনে কম তখন একটি রক্তপিণ্ড হিসেবে মায়ের গর্ভ অবস্থান করে। এর সময় পর্যন্ত তার কোন অঙ্গ প্রত্যঙ্গ প্রকাশ পায় না। এ অবস্থায় ভুলটিকে মানুষের শরীরে একটা অঙ্গ হিসেবে ধরে নেওয়া হয়। আর মানুষের প্রতিটি অংশের মালিক স্বয়ং আল্লাহ তালা। অতএব শরীরের অন্যান্য অঙ্গের মতো এই অঙ্গটি নষ্ট করা নাজায়েজ। ভ্রুনের বয়স যখন 120 বা ৪ মাস হয়ে যায়, তখন আল্লাহ তা'আলা তার মধ্যে রুহ দান করেন। আর রুহ আসার পর বাচ্চা নষ্ট করা কোন মানুষকে হত্যা করার সামিল। তাই এ সময় গ্রহণ হত্যা সর্বসম্মতিক্রমে হারাম। ( ফতহুল আলিয়্যিল খ ১/৩৯৯ )

গর্ভপাত যদি ইচ্ছাকৃতভাবে হয়ে থাকে, কোন ধরনের কারণ যদি এর মধ্যে না আসে তাহলে এটি হারাম। এটি যে অবস্থা বা যত দিনে হোক না কেন। কারণ যেহেতু একটি বিষয় নিশ্চিত হওয়ার পরে সেটাকে ধ্বংস করা আর সেটা যদি মানব ভ্রূণ হয়ে থাকে তাহলে কোন অবস্থাতেই এতে হালাল নয়, যেহেতু রাসূল সাল্লাল্লাহু ওয়া সাল্লাম বলেছে্‌",জা-লিকাল অয়াদুদ খাফি " অর্থাৎ এটি গোপন হত্যা। এটি গোপনীয়ভাবে ভ্রুন হত্যা যা সম্পূর্ণ হারাম করা হয়েছে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url