নাটোর,লালপুরের গ্রীন ভ্যালি পার্ক

 কক্সবাজারের দর্শনীয় স্থান সমূহপ্রাকৃতিক সৌন্দর্য মনমুগ্ধকর একটু অন্যতম স্থান গ্রিন ভ্যালি পার্ক ( Green Vally Park ), যা নাটক জেলার লালপুর উপজেলার সদর থেকে মাত্র দুই কিলোমিটার দূরবর্তী স্থানে অবস্থিত। বাংলাদেশের অন্তর্ভুক্ত দর্শনীয় এবং সৌন্দর্যমন্ডিত স্থানগুলোর মধ্যে বর্তমানে উত্তরবঙ্গে একটি অন্যতম চমৎকার বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিতি স্থান " গ্রিন ভ্যালি পার্ক " ।
নাটোর,লালপুরের গ্রীন ভ্যালি পার্ক

সেখানে উপভোগের জন্য রয়েছে দারুণ সব রাইড এর ব্যবস্থা, চিড়িয়াখানা, সুইমিং পুল, কৃত্তিম পাহাড়, কৃত্রিম ঝর্ণা এবং অন্যান্য সুযোগ-সুবিধা, পা রাখলেই মনে হয় বাংলার বুকে এক পলসা শীতল পরশ বুলিয়ে দিতে যেন তৈরি হয়েছে গ্রীন ভ্যালি পার্ক।

স্বপ্নের গ্রিন ভ্যালি পার্ক

উত্তরাঞ্চলের পদ্মা নদীর বিধৌত নাটোরের লালপুর বাসীর স্বপ্নের প্রতিষ্ঠান বিনোদনপ্রেমীদের অন্যতম কেন্দ্র গ্রীন ভ্যালি পার্ক। গ্রিন ভ্যালি পার্ক উত্তরবঙ্গের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত। গ্রীন ভ্যালি পার্ক উদ্বোধন করা হয় 2019 সালের ২৫ শে জানুয়ারি শুক্রবার। প্রথমের দিকে গ্রীন ভ্যালি পার্কের উদ্দেশ্য ছিল শুধু বিনোদনের কিন্তু পরবর্তী সময়ে ২০২৩ সালে গ্রীন ভ্যালি পার্কের পাশেই বৃদ্ধাশ্রমের সূচনা হয়।

 যা গ্রিন ভ্যালি পার্কের মান ও সম্মান দুটোই বৃদ্ধি পেয়েছে। প্রথমদিকে গ্রীন ভ্যালি পার্কটি শুধুমাত্র বিনোদনের জন্য প্রায় ৩০ একর জমির উপর স্থাপনা করা হয় কিন্তু সময়ের সাথে সাথে গ্রীন ভ্যালি পার্কের পরিধি বৃদ্ধি করা হচ্ছে। বর্তমান সময়ে গ্রিন ভ্যালি পার্কের পরিচালক সংখ্যা প্রায় ৩৮ জন।

গ্রিন ভ্যালি পার্কের সুবিধা

ভ্রমণ প্রেমীদের কাছে গ্রিন ভ্যালি পার্ক অত্যন্ত জনপ্রিয়। এছাড়া গ্রিন ভ্যালি পার্কে রয়েছে পিকনিক স্পট, শুটিং স্পট, অ্যাডভেঞ্চার রাইডস, কনসার্ট এবং প্লে-গ্রাউন্ড, নিজস্ব বিদ্যুৎ সুবিধা, নামাজের সুব্যবস্থাপনা, সিকিউরিটি সার্ভিসের ব্যবস্থা, ডেকোরেটের সুবিধা, গাড়ি পার্ক করার ব্যবস্থা, ক্যাফেটেরিয়া ও রেস্টুরেন্ট, শপ কর্নার, সভা ও সেমিনার এর জায়গা, আবাসিক ব্যবস্থাপনা সহ নানা ধরনের সুযোগ সুবিধা।

গ্রীন ভ্যালি পার্কের বিনোদন ব্যবস্থাপনা

উত্তরবঙ্গের শ্রেষ্ঠ গ্রীন ভ্যালি পার্ক বিনোদনের জন্য সর্বোত্তম। প্রতিবছর এখানে বাংলাদেশের প্রতিটি অঞ্চল থেকে হাজার হাজার মানুষ ভ্রমণ প্রেমীরা এখানে বিনোদনের জন্য ছুটে আসেন। গ্রিন ভ্যালি পার্কের বিনোদনের মধ্যে রয়েছে-স্পিডবোট, প্যাডেল বোট, বুলেট ট্রেন, মিলি ট্রেন, পাইরেটশিপ, মেরিগো রাউন্ড, হানি সুইং, চিড়িয়াখানা, কৃত্রিম পাহাড়, কৃত্রিম ঝর্না, হরর মুভি থিয়েটার,লেক পয়েন্ট রাস্তা,লাভ গার্ডেন,ড্রাগন রাস্তা,ঘোড়ার পিঠে চড়া,ছোট নাগর দলনা,বড় নাগর দলনা, এছাড়া রয়েছে ছোটদের জন্য বিভিন্ন ধরনের রাইডস যা শিশুদের মন ভরে দেয়। এছাড়াও গ্রীন ভ্যালি পার্কের মধ্যে রয়েছে তাদের নিজস্ব ক্যাফেটেরিয়া ও রেস্টুরেন্ট।

 গ্রিন ভ্যালি পার্কের আকর্ষণীয় হল সু-বিস্তৃত লেক এবং শাল বাগান। গ্রিন ভ্যালি পার্কে ছোট থেকে বৃদ্ধ সকলেই ভ্রমণ করতে পারবেন। সুন্দর ও সুশৃগ্ধ এমন জায়গায় কে বা না তাই যাইতে। এছাড়া প্রায় ৩০ একর জমির উপর এছাড়া প্রায় ৩০ একর জমির উপর বিস্তৃত নয়না ভিরাম লেক, অত্যন্ত মনোরম পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত সুষ্ঠু বিনোদনের ব্যবস্থা। গ্রিনভেলি পার্কের প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ৫০ টাকা।

গ্রিন ভ্যালি পার্কের অন্যান্য সুবিধা

পার্কে যে কোন অনুষ্ঠানের জন্য ডেকোরেটেড সামগ্রী, চেয়ার টেবিল সহ বিভিন্ন সরঞ্জামদি ভাড়ার ব্যবস্থা রয়েছে। বিভিন্ন প্যাকেট সুবিধায় ২০ টি টেবিল, ২০০ চেয়ার, লাক্সারি দুটি রুম ও বড় শেড মাত্র ৩০ হাজার টাকায় পাওয়া যাবে। উন্মুক্ত স্থানে ৫০০০ টাকা ভাড়াই পিকনিক করা যাবে। এর সাথে পানির ট্যাব ও ওয়াশরুমের বাড়তি সুবিধা থাকছে। এছাড়া গাড়ি পার্কিং করার জন্য সু ব্যবস্থা বিশাল জায়গা রয়েছে। গাড়ি পার্কিং করার জন্য বাস প্রতি ৫০০ টাকা, হাইস মাইক্রো ৩০০ টাকা, মাইক্রোবাস ২০০ টাকা, সিএনজি ১০০ টাকা এবং মোটরসাইকেল ৫০ টাকা করে নির্ধারিত হয়েছে।

গ্রিন ভ্যালি পার্কে যাওয়ার যোগাযোগ ব্যবস্থা 

সুন্দর ও মনোরম পরিবেশে আনন্দ বিনোদনের লক্ষ্যে গ্রামের মধ্যে যাতায়াতের ব্যবস্থা সহ গড়ে তোলা তোলা হয়েছে নিরিবিলি পরিবেশে গ্রিন ভ্যালি পার্কে। সড়ক পথে দেশের যেকোন প্রান্ত থেকে নাটোর জেলা লালপুরে আসা সুব্যবস্থা রয়েছে বাস, সিএনজি, অটো রিক্সা, ট্রেন, ও ব্যক্তিগত বা রিজার্ভ যানবাহনে লালপুর পোস্টে মাত্র দুই কিলোমিটার পশ্চিমে গ্রীন ভ্যালি পার্ক অবস্থিত।

এছাড়া রেলপথে দেশে যে কোন প্রান্ত থেকে আন্তঃনগর বা সাধারণ ট্রেনে আব্দুলপুর রেলওয়ে স্টেশনে নেমে মাত্র ১০ কিলোমিটার রাস্তা রিকশা বা অটোরিকশা করে আসলেই গ্রিন ভ্যালি পার্কে পৌঁছানো সম্ভব।

পদ্মা নদীর উপকূলবর্তী জনপদ লালপুর। পদ্মা নদীতে যাতায়াতকারী ী নৌযানে লালপুর ঘাটে নেমে দুই কিলোমিটার পেরিয়ে পার্কে পৌঁছা যাবে।

গ্রিন ভ্যালি পার্কের বিভিন্ন স্থানের চিত্র

লাল্পুর গ্রীন ভ্যালি পার্ক 


লাল্পুর গ্রীন ভ্যালি পার্ক


লাল্পুর গ্রীন ভ্যালি পার্ক


লাল্পুর গ্রীন ভ্যালি পার্ক


লাল্পুর গ্রীন ভ্যালি পার্ক




লাল্পুর গ্রীন ভ্যালি পার্ক


লাল্পুর গ্রীন ভ্যালি পার্ক


লাল্পুর গ্রীন ভ্যালি পার্ক


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url