এই গরমে এসি সম্পর্কিত নানা তথ্য

এই গরমে এসি  সম্পর্কিত নানা তথ্য  

তীব্র গরমে এসে ব্যবহার করা প্রায় অপরিহার্য হয়ে উঠেছে। তবে এসি ব্যবহারে ফলে বিদ্যুৎ বিল বেড়ে যাওয়ার বিষয়টিও অনেকের জন্য উদ্বেগের কারণ। কিন্তু কিছু সহজ কৌশল অবলম্বন করে আপনি গরমে এসে চালিয়ে বিদ্যুৎ বিল কমাতে পারেন।
এই গরমে এসে নিয়ে কিছু কথা


কে ছাড়াও এছাড়াও ব্যবহারের নানা দিক এবং উপকারিতা ও অপকারিতা সম্পর্কে কিছু তথ্য-প্রচন্ড গরমে এসিটা চালু করার পর যখন দেখেন গরম রুম ঠান্ডা হয়ে যাচ্ছে, তখন নিশ্চয়ই মনে প্রশ্ন আসে এসে কিভাবে কাজ করে? আবার নিজেদের বাসায় এসি নেওয়ার জন্য ভেবে থাকো আমরা অনেকেই জানিনা এসে কিভাবে কাজ করে, দেশের বিভিন্ন যন্ত্র সম্পর্কে এবং কোন ধরনের এসে আমাদের জন্য উপযুক্ত।

এসি কিভাবে কাজ করে

এসি একটি ইলেকট্রনিক গ্রন্থ হওয়ায় এর একটি ম্যানুয়াল কার্য পদ্ধতি রয়েছে। আমরা জানি বাতাস অতিরিক্ত গরম হয়ে গেলে তা সম্ভবত হয়ে উপরে উঠে যায়। এয়ার কন্ডিশনার মূলত এই ধরনের পদ্ধতি অবলম্বন করে ঘরকে ঠান্ডা রাখে। মূলত একটি এসিতে দুইটা অংশ থাকে। দুটি অংশ দুটি কোয়েল সংযুক্ত থেকে ক্রমাগত রেফ্রিজারেন্ট ফ্লুইড প্রবাহিত করে ঘরের ভেতরের আবার ঠান্ডা করতে থাকে। ঘরের ভেতরের অংশে ইভা পরেটর ও ঘরের বাইরের অংশের কনডেন্সার নামক অংশ সংযুক্ত থাকে। ঘরকে ঠান্ডা রাখার জন্য এসি ইভা পরেটর কয়েলকে ঘরের ভেতরের আবহাওয়া থেকে ঠান্ডা রাখে এবং কনডেন্সার অংশকে বাইরের আবহাওয়া থেকে বেশি তাপমাত্রা রাখে।

এসি থেকে পানি পড়ে কেন

অপর্যাপ্ত রেফ্রিজারেন্ট কিংবা গ্যাস এসিতে বিদ্যমান রেফ্রিজারেন্ট এর পরিমাণ যদি পর্যাপ্ত না থাকে কিংবা কমে আসে তাহলে এসির কম্প্রেস করার দক্ষতা হ্রাস পায়। এই কারণেই ইভা পরেটর কয়েলে বরফ জমে যায়। যার কারণে অতিরিক্ত পানি জমতে থাকে। ফল-শ্রুতিতে পানি পড়তে থাকে।

এসি রুমে মশার কয়েল ব্যবহার করা যাবে কি?

ঘর গরম ও আর্দ্র থাকলে মশার কয়েল থেকে মেটোফ্লুথ্রিন নামক কীটনাশকের সংস্পর্শে আসার ঝুঁকি থাকে। যদিও এটি একটি এসির চেয়ে বাড়ির ভিতরে ব্যবহার করা নিরাপদ, তবুও এটি একটি সম্ভাব্য স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

এ সি চালানোর সঠিক নিয়ম

এসি চালানোর পূর্বে 20 মিনিট ধরে ঘরের জানালা দরজা খুলে, পাখা চালিয়ে রাখুন। পরে যখন দরজা জানালা বন্ধ করে আবার এসি চালাবেন, তখন ঘটে ঠান্ডা করতে আপনার এসির মাত্র আধা ঘন্টা বা তারও কম সময় নিবে। রাতে এ যন্ত্রটি চালিয়ে ঘুমায় পড়ার ঘন্টা দুয়েকের মধ্যে ঘর ঠান্ডা হয়ে যায়। তারপর আর দরকার হয় না।

এসি বিস্ফোরণ কেন হয়

এসির পাওয়ার কেবল সঠিক স্পেকে কে ব্যবহার করতে হয়। কেবল সঠিক স্পেকের না হলে দুর্ঘটনা ঘটে। কনডেন্সারে যদি ময়লা থাকে তাহলে কম্প্রেসারের টেমপেচার ও প্রেসার দুটোই উচ্চ তাপমাত্রায় তৈরি হয়। এসির ভেতরের পাইপের কোথাও যদি থাকে তাহলে উচ্চ তাপমাত্রায় প্রেসার হয়ে কম্প্রেসার ব্লাস্ট হওয়ার সম্ভাবনা থাকে।

এসি ঠান্ডা না হওয়ার কারন

এসির বিভিন্ন যন্ত্রাংশ নিয়মিত রক্ষণাবেক্ষণ করতে হবে। কন্টেনসারে ময়লা জমলে, পাইপের কোথাও ছিদ্র বা ময়লা থাকলে, সঠিকভাবে এসি ভ্যাকুয়াম না করলে, গ্যাস ফুরিয়ে গেলেও ac সঠিকভাবে কাজ করে না। এতে ঘর ঠান্ডা তো হয় না বরং বড় কোন দুর্ঘটনা থাকে।

এসির বাতাস ঠান্ডা হয় না কেন

গ্যাস এসিড ইন্টার এবং আউটডোর ইউনিটের সাথে যুক্ত কপার পাইপের মাধ্যমে প্রবাহিত হতে থাকে। অনেক সময় এই কপার পাইপের মধ্যে লিকেস কিংবা ছিদ্র হতে পারে যার ফলে এসির ঠান্ডা বাতাসের পরিমাণ ধীরে ধীরে কমতে থাকে।

এসি থেকে ধোঁয়া বের হয় কেন

প্রাথমিক কারণ গুলোতে একটি হলো রেফ্রিজারেট লিক। বাতাসকে শীতল করার জন্য এসেছে উচ্চচাপে রেফ্রিজারেট গ্যাস ব্যবহার করা হয়। যদি রেফ্রিজারেন্ট লিক হয় তবে বিপদজনক পরিস্থিতি সৃষ্টি হতে পারে। কিছু কিছু রেফ্রিজারেট ইস্ফুলিঙ্গের সংস্পর্শে এলে আগুন ধরে যেতে পারে।

এসির দুর্ঘটনা এড়াতে প্রাথমিক ধারণা

পুরো বিশ্বে এয়ার কন্ডিশনার বা এসির ব্যবহার বেড়েছে, তেমনি প্রায়ই এসি বিস্ফোরণের ঘরটার কথাও শোনা যাচ্ছে। দুর্ঘটনায় আয়াতে বেশ কিছু প্রাথমিক ধারণা রাখলে এসির বিভিন্ন সমস্যা ঘরে বসে নিচ থেকে সমাধান করা যায়। যেমন-
  • কোন ঝামেলা হলেই প্রথমেই এসি সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে
  • সার্কিট ব্রেকার এর উপর দৃষ্টি রাখতে হবে
  • এসির ফিল্টার পরিষ্কার রাখতে হবে
  • এসির ইউনিট ফ্যান পরিষ্কার রাখতে হবে
  • এসির কম্প্রেসর ফিন পরিষ্কার করতে হবে
  • এসির কোন অংশে লিক আছে কিনা এ ব্যাপারে খেয়াল রাখতে হবে
  • এসির ইউনিট ব্যাটারির উপর নজর দিতে হবে

বর্তমান সময়ে এসি বা যার কন্ডিশনার ব্যবহার বিলাসিতা নয়। গরমের তীব্র যন্ত্রণা থেকে বাঁচার জন্য গ্রাম থেকে শহর সব জায়গাতেই এসির ব্যবহার সমানভাবে বৃদ্ধি পেয়েছে। তবে এসি বা এয়ারকন্ডিশনার ব্যবহারে এসির থেকে বেশ কিছু বিষয় জ্ঞান বা সচেতন থাকা আবশ্যক। এসি যেমন আরামদায়ক তেমন বিপদজনক। তাই সকলেরই উচিত এসব ছোট ছোট বিষয় বিশেষ খেয়াল বা যত্ন রাখা

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url