ফুটবল খেলার জানা অজানা তথ্য

ফুটবল খেলা যাতে  দুই দল একটি বলকে লাথি মারার মাধ্যমে বিপক্ষের গোলরোক্ষককে ফাকি দিয়ে গোল পোষ্টে ঢুকানো। 
ফুটবল খেলার জানা অজানা তথ্য


ফুটবল সাধারনত ফুটবল বা সকার নামে পরিচিত। এটি একটি দলগত খেলা,যা ১১ জন খেলোয়াড়ের মাঝে দুটি দলের মাঝে খেলা হয়। 

ফুটবল খেলার আদি ইতিহাস ঃ


ফুটবল বিশবকাপ চার বসর পর পর ফুটবল প্রেমীদের কাছে আসে। তাই এই নিয়ে মাতামাতির শেষ নেয়। পাতাকা বানাও, সাপোর্ট কর, খেলা দেখ আরও কত কি। সারা বিশ্বেই চলে এয় নিয়ে উম্মদনা। কিন্তু আমরা যারা ফুটবল কে ভালবাসি,মনে ধারন করি তারা অনেকেই জানেনা এই খেলার আদি উৎপত্তি কোথায় বা প্রাচীন যুগে ফুতবল কারা খেলত বা আদৌও কেউ ফুটবল খেলত কিনাবা এই ফুটবল প্রাচীন কাল থেকেই এমন ছিল কিনা ইত্যাদি ইত্যাদি ।


বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে ধারনা করা যায় ফুটবল খেলা প্রথম শুরু করেছিল গ্রিক এবং রমান সম্প্রদায় খ্রিষ্টপূর্ব ৩৫০ সালের দিকে। প্রাচীন গ্রিক এবং রোমানরা বল দিয়ে বিভিন্ন রকমের খেলা খেলত। টাড় মধ্যে কিছু খেলা পা ব্যবহার করে খেলত। রোমান খেলা Herpastum এসেছে গ্রিক খেলা Episkyros যা গ্রিক নাট্যকার Antyphanes(388-311BC) এবং পরে ক্রিস্টিয়ান দার্শনিক Clement of Alexandria (c.150-c.215AD) তাদের লেখায় উল্লেখ করেছেন।

এই খেলাটা রাগবি ফুটবল খেলার মত ছিল। রোমান রাজনিতীবিদCicero (106-43BC বর্ণনা করেছেন ঐ খেলার সময় একজন মানুষ নাপিতের দোকানে সেভ হয়ার সময় বলের আঘাতে মারা গিয়েছিলেন। ঐ বল গুলা বাতাস দ্বারা পূর্ণ থক্ত অনেকটা বেলুনের মত।

ফিফার তথ্য অনুযায়ী প্রতিজগীতামুলক খেলা Cuju ই হল ফুটবল খেলার সর্বপ্রথম রূপ যার বৈজ্ঞানিক প্রমান আছে। য্দিও ফিফা প্রাচীন গ্রিক খেলা Episkyros কে ফুটবল খেলার সর্বপ্রথম র হিসেবে স্বীকৃতি দিয়েছিল। খ্রিষ্টপূর্ব তৃতীয় ও দ্বিতীয় শতাব্দীতে মিলিটারিরা অনুশীলন হিসেবে এটা খেলত। ঐতিহাসিক চাইনিজ মিলিটারি গ্রন্থ Zhan Guo Ce যা প্রণীত হয়েছিল খ্রিষ্টপূর্ব তৃতীয় থেকে ১ম শতাব্দির মধ্যে যাতে ফুটবল কথাটি খুজে পাওয়া যায়।

 ইহাতে মিলিটারিরে একটা অনুশীলনের কথা বর্ণনা করা হয়েছে যা Cuju নামে পরিচিত (cuju মানে kick ball) আর ইহা খেলার জন্য একটা চামড়ার বল প্রয়োজন ছল যাকে পা দিয়ে লাথি মারা হত এবং সিল্কের কাপর দিয়ে ছোট হোল তৈরি করা থাকতো মাটি থেকে ৯ মিটার উপরে বাশের সাথে। চীনের হ্যান সাম্রাজ্যের সময় (206 BC-220 AD),cuju খেলার নিয়মকানুন প্রতিষ্ঠিত হোয়।

ইউরোপে তথা ইংল্যান্ডে বল খেলা শুরু হয়েছিল ৯ম শতাব্দিতে যা Historia Brittonum বইতে উল্লেখ পাওয়া যায়। ইংল্যান্ডে প্রথম যে বল খেলা হত টাড় নাম ছিল "mob football" এবং যা খেলা হত প্রতীবেশি সহর গুলর মধ্যে এবং ইহা খেলা হত বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানের দিনে। এই খেলায় দুই দলে অগণিত খেলয়ার থাকত । এরা একটা বল্কে গায়ের জোরে ধাক্কা ধাক্কি করে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যেতে পারলে পয়েন্ট হত। 

এই খেলায় সর্বচ্চ ২৭ জন খেলয়ার থাকত এবং প্রত্যেক দলে বিভিন্ন সংখার খেলোয়াড় থাকত যেমন কোন দলে ১৫জন আবার কোন দলে ২০জন এবং গোল রোক্ষক থাক্ত ৫জন। এই নিয়ম বিভিন্ন সমস্যা সৃষ্টি করে তাই পরবর্তীতে ১৮৭০ সালে আইন করা হয় যে প্রত্যেক দলে ১১জন করে খেলোয়াড় থাকতে হবে এবং এর মধ্যে থেকে একজন গোল রোক্ষক থাকবে এক্তি দলে। তাই ১৮৭০ সাল থেকেই আধুনিক ফুটবলের যাত্রা শুরু হয়। অনেক গবেষণা করে দেখা যায় যে ১০+১০=২০ জন খেলোয়াড়ই যথেষ্ট পুরো মাঠ কাভার করার জন্ন।তাই ১১+১১=২২জনের নিয়ম ক্রা হয়।

১৯২৮ সালে সর্বপ্রথম আর্সেনালের পরিচালক পর্শদ সহজে চেনার জন্য খেলোয়াড়দের জার্সিতে নাম্বার বসানোর সিদ্ধান্ত নেন। তখন স্বাগতিক দলের জার্সি নাম্বার থাক্ত ১-১১ পর্যন্ত এবং সফরকারী দলের নাম্বার থাকত ১২-২২ পর্যন্ত। কিন্তু ১৯৪০ সালে সিদ্ধান্ত হয় যে একই নাম্বার বিপক্ষ দলও নিতে পারবে কিন্তু নাম্বার ওই ১-২২ পর্যন্ত থাকতে হবে। ১৯৯৩ সালে সর্বপ্রথম জার্সিতে খেলোয়াড়দের নাম লেখা হয় এবং যেকোন নাম্বার নিতে পারবে এই সিদ্ধান্ত নেয়া হয়। তারপর থেকেই মূলত ফুটবল বাধা মুক্ত হয়

ফুটবল সম্পর্কিত কিছু প্রথম ঘটনাঃ

  • ফুটবলে প্রথম বুট ব্যবহার করা হয়েছিল ১৫২৬ সালে।
  • নারীরা প্রথম ফুটবল খেলেছিল ১৫৮০ সালে।
  • প্রথম ফুটবলে গোলের ব্যবহার শুরু হয়েছিল ষোড়শ শতাব্দীর শেষের দিকে।
  • নথিভুক্ত প্রথম ফুটবল ক্লাবের নাম Foot-Ball Club(১৮২৪-৪১)যা প্রতিষ্ঠিত হয়েছিল স্কটল্যান্ডের এদিনবারগে।
  • প্রথম দিকে ফুটবল তৈরি করা হত পশুদের মুত্রথলি দিয়ে বিশেষত শুকুরের মুত্রথলি দিয়ে।
  • সর্বপ্রথম প্রথম আন্তর্জাতিক ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছিল ১৮৭০ সালের ৫ই মার্চ ইংল্যান্ড এবং স্কটলান্ডের মধ্যে। যার ফলাফল ছিল 0-0 ।
  • সর্বপ্রথম ফিফা স্বীকৃতি আন্তর্জাতিক ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছিল ১৮৭২ সালে ইংল্যান্ড এবং স্কটলান্ডের মধ্যে। যার ফলাফল ছিল 0-0 ।
  • ১৮৭৫ সালে সর্বপ্রথম ক্রসবারের আবির্ভাব হয়।
  • ১৮৭৭ সালে সর্বপ্রথম ফুতবল খেলার দৈর্ঘ্য ৯০ মিটার নির্ধারন করা হয়।
  • ১৮৯০ সালে সর্বপ্রথম গোলপোস্টে জাল ব্যবহার করা হয়।
  • ১৮৯১ সালে সর্বপ্রথম পেলান্টি কিকের আবির্ভাব হয়।
  • ১৯০৪ সালে ২১ শে মে FIFA প্রতিষ্ঠিত হয়।
  • প্রথম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়েছিল ১৩ই জুলাই ১৯৩০ সালে উরুগুয়েতে।
  • প্রথম বিশ্বকাপ জিতেছে উরুগুয়ে।
  • ফ্রান্সের Lucien Laurent বিশ্বকাপে সর্বপ্রথম গোল করার কৃতিত্ব অর্জন করেন মেক্সিকোর  বিপক্ষে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url